1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বড় ক্ষতির ঝুঁকিতে জেনারেশন নেক্সট
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ পিএম

বড় ক্ষতির ঝুঁকিতে জেনারেশন নেক্সট

  • আপডেট সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
Generation Next--

শেয়ারবাজারে তালিকাভুক্ত দূর্বল ব্যবসার জেনারেশন নেক্সট ফ্যাশনস বড় ক্ষতির ঝুঁকিতে রয়েছে। যা কোম্পানিটিকে অনেক বড় লোকসানে নামিয়ে দিতে পারে। কোম্পানিটির আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষকের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া জেনারেশন নেক্সটের ব্যবসা খুবই দূর্বল। কয়েক বছর ধরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ১ পয়সায় আটকে আছে। যাতে করে নিট মুনাফা ৫০ লাখের মধ্যেই থাকছে। এমন একটি কোম্পানির শতাধিক কোটি টাকার লোকসানের ঝুঁকি তৈরী হয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, জেনারেশন নেক্সট কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ২৮৭ কোটি ৮৮ লাখ টাকার মজুদ পণ্য দেখিয়েছে। মজুদ পণ্যের এই দর মূল্যায়ন কোম্পানি কর্তৃপক্ষ নিজেরাই করেছে। তারা মজুদ পণ্য নষ্ট বা পুরাতন হওয়ার জন্য হিসাব থেকে কিছু বাদ দেয়নি।

এদিকে ওই মজুদ পণ্যের মধ্যে পুরো প্রস্তুত বা বিক্রিযোগ্য একটি উল্লেখযোগ্য অংশ রয়েছে। যেটাকে ক্রেতার অনুরোধে পরে পাঠানো হবে হিসেবে ‘ডেফার্ড শিপমেন্ট’ হিসেবে দেখিয়েছে। যা যত দ্রুত সম্ভব পরে শিপমেন্ট করা হবে। কিন্তু ক্রেতা যদি ওই শিপমেন্ট না নেয়, তাহলে জেনারেশন নেক্সটের মজুদ পণ্যের মূল্য উল্লেখযোগ্য হারে কমে আসবে। এতে করে কোম্পানির লোকসান হবে এবং সম্পদ কমে আসবে।

নিরীক্ষক জানিয়েছেন, জেনারেশন নেক্সট কর্তৃপক্ষ আর্থিক হিসাবে গ্রাহকদের কাছে ১৭৭ কোটি ৭৬ লাখ টাকা পাওয়া যাবে বলে সম্পদ দেখিয়েছে। যা বিক্রির ৪৩.১২%। ওই পাওনার সত্যতা যাচাইয়ে ব্যাংকগুলো থেকে ১৬৬ কোটি ৯০ লাখ টাকার পাওয়ার তথ্য পাওয়া গেছে। কিন্তু এরমধ্যেও যে পুরোটাই ওই ১৬৬ কোটি ৯০ লাখ টাকার বা অন্যকোন হিসাবের না, তার সত্যতা পাওয়া যায়নি।

উল্লেখ্য, জেনারেশন নেক্সট ব্যবসায় দূর্বল হলেও রাইট ইস্যু ও নিয়মিত বোনাসের মাধ্যমে পরিশোধিত মূলধন অনেক বড় করেছে। কোম্পানিটি এই মূলধনের পরিমাণ ৪৯৪ কোটি ৯৮ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৮৫.৫২ শতাংশ। কোম্পানিটির শনিবার (১১ মার্চ) শেয়ার দর দাঁড়িয়েছে ৬ টাকায়।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ