পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস আজ মঙ্গলবার বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের মাঝে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
ইজিএম এ উপস্থিত শেয়ারহোল্ডারদের প্রতি অনুরোধ জানিয়ে রানার অটোমোবাইলস কোম্পানির চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ’আপনারা যারা শেয়ারহোল্ডার তারা সকলেই কোম্পানির মালিক বলে দাবি করছেন, তারা দয়া করে এমন কোন আচরণ করবেন না যাতে কোম্পানিতে কালিমা লাগে। সকলের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন।’
তিনি আরো বলেন, আপনারা শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিকানারই অংশ। তাই কোম্পানিতে কালিমা লাগে এমন কিছু করবেন না। আপনারা সবাই শৃঙ্খলা বজায় রাখুন এবং ধৈর্য্য রাখুন আমরা পরিচালনা পর্ষদ সভার বক্তব্য শুনবো।
ইজিএমে বক্তব্য দেয়া নিয়ে শেয়ারহোল্ডারদের মাঝে বিশৃংখলার সৃষ্টি হয়। এক পর্যায়ে কোম্পানির চেয়ারম্যান এর অনুরোধে অনুষ্ঠানে শৃঙ্খলা ফিরে আসে।
শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম