1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ডেইরি ফার্ম স্থাপন করেছে অগ্নি সিস্টেমস
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:০৯ পিএম

ডেইরি ফার্ম স্থাপন করেছে অগ্নি সিস্টেমস

  • আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
agni-systems

আইটি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড ডেইরি ব্যবসার সিদ্ধান্ত নিয়েছে। একারণে কোম্পানিটি একটি ডেইরি ফার্ম স্থাপন করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

অগ্নি সিস্টেমস মূলত ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। দুগ্ধ খামারের সম্ভবনা দেখে ডেইরি ফার্ম স্থাপন করেছে। কোম্পানিটি ২০১১ সাল থেকে ২০১৯ সালের মধ্যে গাজীপুরে ডেইরি ফার্ম স্থাপনের জন্য ৪৫ বিঘা জমি কিনেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি নতুন খামারে কিছু গরুও কেনা আছে। আগামী বছরের জুন থেকে জুলাই মাসের মধ্যে কোম্পানিটি উৎপাদন শুরু করবে।

কোম্পানিটি জানায়, ডেইরি ব্যবসার জন্য কোম্পানির প্রয়োজনীয় জ্ঞান নেই। তাই কোম্পানিটি ডেইরি ব্যবসা পরিচালনার জন্য মার্কিন পরামর্শ দাতা নিয়োগ দেবে। প্রথামিকভাবে অগ্নি সিস্টেমস প্রকল্পটি ছোট পরিসরে কয়েক মাসের জন্য পরীক্ষামূলকভাবে শুরু করবে।

কোম্পানিটি আরও জানায়, অগ্নি সিস্টেমস ইতোমধ্যে পেন্টাগন পল্ট্রি অ্যান্ড ডেইরি লিমিটেডের অধীনে পল্ট্রি ও ডেইরি ব্যবসা শুরু করেছে।

শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ