1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
একদিনের ব্যবধানে রিং সাইনের শেয়ার দরে বিপরীত চি‌ত্র!
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:১২ এএম

একদিনের ব্যবধানে রিং সাইনের শেয়ার দরে বিপরীত চি‌ত্র!

  • আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি রিংসাইন টেক্সটাইলের শেয়ার লেনদেনে দ্বিতীয়দিনে বিপরীত চি‌ত্র দেখা গেছে। প্রথমদিনে দর বৃদ্ধি পেয়ে ৫০ শতাংশ সা‌র্কিট ব্রেকার স্পর্শ করলেও দ্বিতীয়দিনে কোম্পানিটির শেয়ারে উল্টোচিত্র দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রথম কার্যদিবসে ডিএসইতে ১৫ টাকায় লেনদেন শেষ করা রিংসাইন টেক্সটাইলের শেয়ার দর দ্বিতীয় দিন ১৯.৫০ টাকায় ওপেন হয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোম্পানির শেয়ার দরে পতন হতে থাকে। শেষ পর্যন্ত কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১০.৬৭ শতাংশ কম দরে ১৩.৪০ টাকায় লেনদেন হতে দেখা যায়।

জানা যায়, রিংসাইনের দ্বিতীয় দিন মোট ২ কোটি ৩ লাখ ৬৩ হাজার ১৬৬টি শেয়ার ৩০ হাজার ৮৮ বার হাতবদল হয়ে লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৩০ কোটি ৬৫ লাখ ১ হাজার টাকা। প্রথম কার্যদিবসে কোম্পানিটির মোট ১ কোটি ২০ লাখ ২১ হাজার ৬৯২টি শেয়ার ১০ হাজার লেনদেন হয়েছিল। যার বাজার মূল্য ছিল ১৮ কোটি ৩ লাখ ২৫ হাজার টাকা।

আইপিও’র নতুন নিয়ম অনুযায়ী, লেনদেনের প্রথম দুই কার্যদিবস কোম্পানির শেয়ার দর বাড়া-কমার সার্কিট ব্রেকার এর নিয়ম শেষ হয়েছে। আগামীকাল থেকে অন্যান্য কোম্পানির মতো এ কোম্পানির সার্কিট ব্রেকার কার্যকর (২০০ টাকার নিচে ১০%) হবে।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ