1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
যে কোম্পানিগুলোর এজিএম অনুষ্ঠিত হবে আজ
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পিএম

যে কোম্পানিগুলোর এজিএম অনুষ্ঠিত হবে আজ

  • আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
Board-Meeting

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রোববার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বাংলাদেশ অটোকারর্স লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড, বিডি থাই অ্যালুমিনিয়াম, স্ট্যাইল ক্রাফট লিমিটেড।

বাংলাদেশ অটোকারর্স লিমিটেডের এজিএম সকাল ১১টায় ১১০নং তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৮ সমাপ্ত হিসাববছরে ৩ শতাংশ নগদ ও ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

ওরিয়ন ইনফিউশনের এজিএম সকাল সোয়া ১০টায় ঢাকাস্থ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৮ সমাপ্ত হিসাববছরে ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

ওরিয়ন ফার্মার এজিএম সকাল সোয়া ১১টায় ঢাকাস্থ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৮ সমাপ্ত হিসাববছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

বিডি থাই অ্যালুমিনিয়ামের এজিএম সকাল ১১টায় ঢাকাস্থ ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা করেছে। ২০১৮ সমাপ্ত হিসাববছরে ৭.৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্ট্যাইল ক্রাফটের এজিএম সকাল সাড়ে ১১টায় ঢাকাস্থ স্পেক্টা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৮ সমাপ্ত হিসাববছরে ৪১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ