পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোহিনুর কেমিক্যালের ৩৩ তম বার্ষিক সাধারণ সভায় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুল করিম জানান, কোম্পানিটির ভালো মুনাফা হলে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের পরিমাণও বেড়ে যাবে। আরো বলেন ‘আশা করছি আগামী বছর বিনিয়োগকারীদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসব’
এজিএম এ কোম্পানির চেয়ারম্যানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ এবাদুল করিম, আরজুদা করিম, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. এম শমশের আলী। এছাড়া কোম্পানির সেক্রেটারি, সিএফও সহ কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
কোম্পানি সমাপ্ত হিসাববছরের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।এর মধ্যে ২০ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস লভ্যাংশ।
সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১০ টাকা ৩৭ পয়সা। এবং কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ৫২ টাকা ৪২ পয়সা।
শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম