1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
চলতি সপ্তাহে ২৯ কোম্পানির এজিএম
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ এএম

চলতি সপ্তাহে ২৯ কোম্পানির এজিএম

  • আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
AGM

চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৩২টি হলো: বাংলাদেশ অটোকার্স, কোহিনূর কেমিক্যাল, ওরিয়ন ইউফিউশন, ওরিয়ন ফার্মা, বিডি থাই অ্যালুমিনিয়াম, স্টাইলক্রাফট, রানার অটোমোবাইলস, ফু-ওয়াং ফুডস, জিবিবি পাওয়ার, সোনারগাঁও টেক্সটাইল, কেঅ্যান্ডকিউ, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বিএসআরএম স্টিল, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার, এমআই সিমেন্ট, মুন্নু সিরামিক, দুলামিয়া কটন স্পিনিং মিলস, দেশ গার্মেন্টস, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, গ্লোবাল হেভি কেমিক্যালস, কাট্টালি টেক্সটাইল, জেমিনি সী ফুড, আমান ফিড, এমএল ডাইং, শাশা ডেনিমস, মেঘনা সিমেন্ট এবং ভিএফএস থ্রেড ডাইং।

কোম্পনিগুলোর মধ্যে ১৫ ডিসেম্বর: বাংলাদেশ অটোকার্সের বেলা ১১টায়, ১১০ তেজগাঁও আই/এ, ঢাকাতে; কোহিনূর কেমিক্যালের সকাল সাড়ে ৯টায়, অফিসার্স ক্লাব, ২৬ বেইলী রোড, রমনা ঢাকাতে; ওরিয়ন ইউফিউশনের সকাল ১০টা ১৫ মিনিটে, অফিসার্স ক্লাব, ২৬ বেইলী রোড, রমনা, ঢাকাতে; ওরিয়ন ফার্মার বেলা ১১টা ১৫ মিনিটে অফিসার্স ক্লাব, ২৬ বেইলী রোড, রমনা, ঢাকাতে; বিডি থাই অ্যালুমিনিয়ামের ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫, পুরাতন বিমানবন্দর রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে এবং স্টাইলক্রাফটের এজিএম বেলা সাড়ে ১১টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, হাউজ#১৯, রোড#৭, গুলশান-১, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

১৭ ডিসেম্বর: রানার অটোমোবাইলসের এজিএম সকাল ১০টায়, ট্রাস্ট মিলনায়তন, জাহাঙ্গীর গেট, মহাখালী, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

১৮ ডিসেম্বর : ফু-ওয়াং ফুডসের সকাল ১০টায়, ঈগল হল ৩, রাওয়া কমপ্লেক্স, মহাখালী, ডিওএইচএস, ঢাকাতে; জিবিবি পাওয়ারের সকাল সাড়ে ৯টায়, কনফারেন্স হল, হোটেল নাজ গার্ডেন, সিলিমপুর, বগুড়াতে; সোনারগাঁও টেক্সটাইলের বেলা ১১টায়, বরিশাল ক্লাব, বরিশালে; কেঅ্যান্ডকিউয়ের সকাল সাড়ে ১০টায়, হোটেল সুন্দরবন, ১১২ বীর উত্তম, সি.আর দত্ত রোড, ঢাকাতে; আলিফ ইন্ডাস্ট্রিজের দুপুর সাড়ে ১২টায়, গুলশান ক্লাব, হাউজ নং এনডব্লিউজে-২/এ, বীর উত্তম সুলতান মাহমুদ রোড, গুলশান-২ ঢাকাতে এবং আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের এজিএম দুপুর দেড়টায়, গুলশান ক্লাব, হাউজ নং এনডব্লিউজে-২/এ, বীর উত্তম সুলতান মাহমুদ রোড, গুলশান-২ ঢাকাতে অনুষ্ঠত হবে।

১৯ ডিসেম্বর : বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের দুপুর ১২টায়, স্বরণীকা কমিউনিটি সেন্টার, ১৩ লাভ লেন, চট্টগ্রামে; বিএসআরএম স্টিলের সকাল সাড়ে ৯টায়, স্বরণীকা কমিউনিটি সেন্টার, ১৩ লাভ লেন, চট্টগ্রামে; নূরানী ডাইং অ্যান্ড সোয়েটারের সকাল সাড়ে ১০টায়, চিটাগাং বোর্ড ক্লাব, পতেঙ্গা, চিটাগাংয়ে; এমআই সিমেন্টের বেলা ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, ওয়েস্ট মুক্তারপুর, মুন্সিগঞ্জে; মুন্নু সিরামিকের সকাল ১০টায়, ইসলামপুর, ধামরাই, ঢাকাতে; দুলামিয়া কটন স্পিনিং মিলসের সকাল সাড়ে ১০টায়, হোটেল সুন্দরবন, ১১২ বীর উত্তম সি.আর দত্ত রোড, ঢাকাতে; দেশ গার্মেন্টসের দুপুর পৌনে ১২টায়, মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়াস বাংলাদেশ, ১৬০/এ, কাকরাইল, ঢাকাতে, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোসের সকাল ৯টায়, নবউদয় কনভেনশন হল, হাউজ#২০, ব্লক#বি, মেইন রোড, নবউদয় হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকাতে; গ্লোবাল হেভি কেমিক্যালসের বেলা ১১টায়, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ১৬০/এ, কাকরাইল, ঢাকাতে; কাট্টালি টেক্সটাইলের সকাল ১০টায়, ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, বিএমএ ভাটিয়ারি, চট্টগ্রামে; জেমিনি সী ফুডের বেলা পৌনে ১১টায়, ইউল্যাব প্লে গ্রাউন্ড, রামচন্দ্রপুর, মোহাম্মদপুর, ঢাকাতে; আমান ফিডের দুপুর ১২টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, উল্লাপাড়া, সিরাজগঞ্জে; এমএল ডাইংয়ের সকাল সাড়ে ১০টায়, তেপান্তর হোটেল অ্যান্ড রিসোর্ট, স্কয়ার মাস্টার বাড়ি, জমিরদিয়া, ভালুকা, ময়মনসিংহে; শাশা ডেনিমসের সকাল সাড়ে ১০টায়, ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫, পুরাতন বিমানবন্দর রোড, ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকাতে; মেঘনা সিমেন্টের সকাল সাড়ে ১০টায়, গুলনকশি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বারিধারা, কুড়িল বিশ্ব রোড, খিলখেত, ঢাকাতে এবং ভিএফএস থ্রেড
ডাইংয়ের এজিএম সকাল সাড়ে ১০টায়, বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টার, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ এবং লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদিত হতে পারে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং ১০ শতাংশ বোনাস, জিকিউ বলপেন ১০ শতাংশ নগদ, বাংলাদেশ অটোকার্স ১৫ শতাংশ বোনাস, কোহিনূর কেমিক্যাল ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস, ওরিয়ন ইউফিউশন ১৪ শতাংশ নগদ, ওরিয়ন ফার্মা ১৫ শতাংশ নগদ, স্টাইলক্রাফট ১৫০ শতাংশ বোনাস, রানার অটোমোবাইলস ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, ফু-ওয়াং ফুডস ২ শতাংশ নগদ, জিবিবি পাওয়ার ১০ শতাংশ নগদ, সোনারগাঁও টেক্সটাইল ৩ শতাংশ নগদ, কেঅ্যান্ডকিউ ৭.৫০ শতাংশ নগদ, আলিফ ইন্ডাস্ট্রিজ ৩ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস, আলিফ ম্যানুফ্যাকচারিং ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ২৫ শতাংশ নগদ, বিএসআরএম স্টিল ২৫ শতাংশ নগদ, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার ১০ শতাংশ বোনাস, এমআই সিমেন্ট ১০ শতাংশ নগদ, মুন্নু সিরামিক ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস, দেশ গার্মেন্টস ১০ শতাংশ বোনাস, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড ১২.৫০ শতাংশ বোনাস, গ্লোবাল হেভি কেমিক্যালস ৫ শতাংশ নগদ, কাট্টালি টেক্সটাইল ২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস, জেমিনি সী ফুড ১০ শতাংশ বোনাস, আমান ফিড ১২.৫০ শতাংশ নগদ, এমএল ডাইং ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস, শাশা ডেনিমস ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, মেঘনা সিমেন্ট ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস এবং ভিএফএস থ্রেড ডাইং শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

এছাড়া রেনউইক যজ্ঞেশ্বর, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং দুলামিয়া কটন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ