1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ডিএসইতে লেনদেন কমেছে ৭৩৭ কোটি টাকা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম

ডিএসইতে লেনদেন কমেছে ৭৩৭ কোটি টাকা

  • আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
A DSE

ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) শেষ সপ্তাহে প্রধান প্রধান সূচক কমেছে। শেষ সপ্তাহে ব্যাপক দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এরই ধারাবাহিকতায় শেষ সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৭ পয়েন্ট কমেছে। ডিএসইতে শেষ সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন কমেছে ৩২ শতাংশ বা ৭৩৬ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ৯২১ টাকা। ডিএসই ও সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, শেষ সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে ৩ কার্যদিবস সূচক কমেছে আর ২ কার্যদিবস সূচক বেড়েছে।আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১ হাজার ৫৭৩ কোটি ৯৮ লাখ ৭৯ হাজার ৭০৪ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩১০ কোটি ৯৮ লাখ ৭১ হাজার ৬২৫ টাকা। যা অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে মোট ৭৩৬ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ৯২১ টাকা বা ৩১.৮৯ শতাংশ কম।

ডিএসইতে শেষ সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার ৯৪০ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৪৬২ কোটি ১৯ লাখ ৭৪ হাজার ৩২৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন কমেছে ১৪৭ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার ৩৮৫ টাকা।

শেষ সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৭ পয়েন্ট বা ৩.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫১৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৯ পয়েন্ট বা ৩.৭২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫৮ পয়েন্ট বা ৩.৫৯ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৬ পয়েন্টে এবং ১ হাজার ৫৪৮ পয়েন্টে।

শেষ সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৪টি বা ১৮ শতাংশের, কমেছে ২৭৭টির বা ৭৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির বা ৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ