1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সেরা পাটকলের সম্মাননা পেলো আকিজ জুট মিলস
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ এএম

সেরা পাটকলের সম্মাননা পেলো আকিজ জুট মিলস

  • আপডেট সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২
akij-jute-miles-sharebarta

এ বছরের জাতীয় পাট দিবসে আকিজ জুট মিলস লিমিটেডকে পাটসুতা উৎপাদনে সেরা পাটকলের সম্মাননা দেওয়া হয়েছে। ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে এ পুরস্কারটি অর্জন করে আসছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন বলেন, বরাবরের মতো এবারও এ অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। বাংলাদেশে উৎপাদিত পাটকে আমরা বিশ্ব দরবারে পৌঁছে দিতে নিরালসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আকিজ গ্রুপ সবসময়ই কোয়ালিটিতে বিশ্বাস করে। তাই পাটের সুতার ক্ষেত্রেও আমরা বিশ্বমানের কোয়ালিটি বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকি।

৬ মার্চ পাট দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান।

অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী আকিজ জুট মিলস লিমিটেডের এ অর্জনকে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। পাটসুতা উৎপাদনে অবদান রাখার জন্য প্রতিষ্ঠানটিকে তিনি ধন্যবাদ জানান।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ