বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড সার্কিটব্রেকারের নতুন নিয়মকে সঙ্গী করে লেনদেনে আসছে । এই নিয়ম অনুসারে লেনদেনের প্রথম দিন থেকেই সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারে সার্কিটব্রেকার (এক কার্যদিবসে শেয়ারের মূল্য পরিবর্তনের সর্বোচ্চ সীমা) প্রযোজ্য হবে। অর্থাৎ শেয়ারের মূল্য নির্দিষ্ট সীমার বেশি বাড়তে বা কমতে পারবে না। এতদিন পর্যন্ত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে আসা কোম্পানির শেয়ার লেনদেনের প্রথম তিন কার্যদিবসে কোনো সার্কিটব্রেকার ছিল না।
নতুন নিয়ম অনুসারে, সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে লেনদেন শুরুর প্রথম দিনে । একইভাবে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারবে; এর বেশি নয়। দ্বিতীয় দিনে শেয়ারের মূল্য বাড়তে বা কমতে পারবে আগের দিনের ক্লোজিং মূল্য বা ওই দিনের প্রারম্ভিক সমন্বিত মূল্যের ৫০ শতাংশ পর্যন্ত।
রিং শাইনের ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের অফার মূল্য ১০ টাকাই ছিল আইপিওতে। এ হিসেবে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার লেনদেনের প্রথম দিনে শেয়ারের দাম বেড়ে সর্বোচ্চ ১৫ টাকা অথবা কমে সর্বনিম্ন ৫ টাকা হতে পারবে। আর রোববার শেয়ারটির মূল্য বৃহস্পতিবারের ক্লোজিং মূল্যের চেয়ে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে বা কমতে পারবে। প্রথম দিনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে যদি ১৫ টাকা হয়, তাহলে রোববার তা বেড়ে সর্বোচ্চ ২২ টাকা ৫০ পয়সা অথবা কমে ৭ টাকা ৫০ পয়সা হতে পারবে।
রিং শাইনের শেয়ারের লেনদেনের তৃতীয় দিন অর্থাৎ সোমবার থেকে শেয়ারটির মূল্য পরিবর্তন হতে পারবে ১০ শতাংশ পর্যন্ত করে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত নভেম্বর মাসে নতুন কোম্পানির লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিটব্রেকার আরোপের সিদ্ধান্ত নেয়। এর যুক্তি হিসেবে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, অনিবাসী বাংলাদেশীসহ (এনআরবি) লটারিতে শেয়ার বরাদ্দপ্রাপ্ত স্থানীয় বিনিয়োগকারীরা প্রথম দিকে উচ্চ মূল্যে শেয়ার বিক্রি করে বাজার থেকে বের হয়ে যায়। পরে শেয়ারের দাম অনেক কমে যায়। এ অবস্থা ঠেকাতে শুরুর দিকে যাতে শেয়ারের মূল্য বেশি বাড়তে না পারে সে বিধান লক্ষ্যে প্রথম দিন থেকেই সার্কিটব্রেকার আরোপ করা প্রয়োজন।
নতুন নিয়ম কার্যকর থাকলে শুধু রিং শাইন নয়, এর পর থেকে এয কোম্পানিরই নতুন লেনদেন শুরু হবে, সেটির ক্ষেত্রে প্রথম দিন থেকেই সার্কিটব্রেকার প্রযোজ্য হবে।
শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম