1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
দৌড় থেমেছে ওরিয়ন ফার্মার
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৮ এএম

দৌড় থেমেছে ওরিয়ন ফার্মার

  • আপডেট সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
Orion Pharma

অবশেষে লাগামহীন মূল্য বৃদ্বির দৌড় থেমেছে ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ারে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটি ১৪ টাকা ৫০ পয়সা বা ৯.৬৯ শতাংশ দর কমে টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার কোম্পানিটি সর্বশেষ ১৩৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৫ হাজার ৬৯৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৭ লাখ ১১ হাজার ৩২০ টাকা।

প্রসঙ্গত, ওরিয়ন ফার্মার শেয়ার দর গত ৫ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পরযন্ত ধারাবাহিকভাবে বেড়েছে। এর মধ্যে মাত্র ৪ কর্মদিবস শেয়ারটির দরপতন হয়েছে। এই সময়ে কোম্পানিটির শেয়ার দর ৫২ টাকা ৭০ পয়সা বা ৫৪ শতাংশ বেড়েছে। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার কারণে গত ৭ সেপ্টেম্বর ডিএসই কোম্পানিটিকে শোকজ করে।

জেএমআই হসপিটাল লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১০ টাকা ৮০ পয়সা বা ৮.২১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
শাহজিবাজার পাওয়ার লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৭ টাকা ৭০ পয়সা বা ৭.৬৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৯৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড, ইন্টারন্যাশনাল লিজিং, বসুন্ধরা পেপার মিলস, কোহিনুর কেমিক্যাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মীর আখতার ও বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ