পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড ও ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড এবং মিউচুয়াল ফান্ড খাতের সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড ও সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন আজ থেকে শুরু হচ্ছে। লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে গতকাল স্টক এক্সচেঞ্জে এ চার কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন বন্ধ ছিল।
সম্প্রতি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য মাইডাস ফাইন্যান্সিংয়ের ঘোষিত ১ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে।
সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ট্রাস্টি সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে।