1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
নমিনির কাছে হস্তান্তর হবে সিটি ব্যাংক উদ্যোক্তার শেয়ার
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৭ এএম

নমিনির কাছে হস্তান্তর হবে সিটি ব্যাংক উদ্যোক্তার শেয়ার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
city bank

পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য সিটি ব্যাংক লিমিটেডের মৃত উদ্যোক্তা আজিজুল হক চৌধুরীর ধারণ করা ৬৫ হাজার ৫০০টি শেয়ার নমিনি হিসেবে তার স্ত্রী হোসনে আরা আজিজের কাছে হস্তান্তর করা হবে। এ উদ্যোক্তা গত বছরের ৬ নভেম্বর মৃত্যুবরণ করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে দ্য সিটি ব্যাংক।

১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ব্যাংকটির অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ২০০ কোটি ৬১ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৪২ কোটি ৭৮ লাখ টাকা। বর্তমানে ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ১২০ কোটি ৬ লাখ ৬ হাজার ৭৪৩। এর মধ্যে ৩২ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ৪৩ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৭৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬ দশমিক ১১ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) দ্য সিটি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ২ টাকা ৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৬ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস কমেছে ১২ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৯ পয়সা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ