1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ফয়েল পেপার বক্সের বাণিজ্যিক উৎপাদন শুরু
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২০ পিএম

ফয়েল পেপার বক্সের বাণিজ্যিক উৎপাদন শুরু

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

পূর্ব ঘোষণা অনুসারে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্সের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। গতকাল থেকে এ উৎপাদন শুরু হয়েছে। এক মূল্যসংবেদনশীল তথ্যে এ উৎপাদন শুরুর কথা জানিয়েছে কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানিটি।

তথ্য অনুসারে, প্রতি বছর নতুন এ প্রোডাকশন লাইন থেকে ২ কোটি ৮০ লাখ পিস অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদন করতে সক্ষম হবে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস। আর এখান থেকে কোম্পানিটির বার্ষিক বিক্রি বাড়বে ১৯ কোটি ৬০ লাখ টাকা।

এর আগে গত বছরের ২৪ মে ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানিয়েছিল, ফয়েল পেপার বক্স উৎপাদনের জন্য তারা একটি নতুন প্রোডাকশন লাইন স্থাপন করবে। এ লাইনের জন্য চীনা প্রতিষ্ঠান জ্যাঙ্গজিয়াগ্যাং ফাইননেস অ্যালুমিনিয়াম ফয়েল কোম্পানি লিমিটেড থেকে মেশিন আমদানির কথা জানায় সোনালী পেপার। এ মেশিন দিয়ে প্রতিদিন এক লাখ পিস ফয়েল পেপার বক্স উৎপাদন করা হবে বলেও জানানো হয় তখন।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির আয় হয়েছে ১৫৬ কোটি ৮৪ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১০৫ কোটি ৪৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৫১ কোটি ৩৯ লাখ টাকা বা ৪৮ দশমিক ৭৩ শতাংশ। তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩২ কোটি ৩২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৪ কোটি ১৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৮ কোটি ১৩ লাখ টাকা বা ৬৭০ দশমিক ৮৫ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ