1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বৈঠকের তারিখ জানতে অর্থমন্ত্রীর কাছে ডিএসই'র চিঠি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:১৫ এএম

বৈঠকের তারিখ জানতে অর্থমন্ত্রীর কাছে ডিএসই’র চিঠি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
Mustofa-Kamal-Fazle-Kabir

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চলমান সংকট থেকে পুঁজিবাজারকে বের করে আনা এবং এই বাজারের উন্নয়নের লক্ষ্যে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠকের সময় ও তারিখ জানতে চেয়ে ডিএসই আজ মঙ্গলবার অর্থমন্ত্রী ও গভর্নরের কাছে চিঠি পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর পর্ষদ সভায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অবিলম্বে অর্থমন্ত্রী ও গভর্নরের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়ে গতকাল ৯ ডিসেম্বর সোমবার আবেদন করার নির্দেশে দেওয়া হয়েছিল।

দেশের পুঁজিবাজার স্মরণকালের সবচেয়ে খারাপ সময় পার করছে। মাত্র ১০ বছর আগে যে বাজারে দৈনিক লেনদেন হয়েছে ৮শ কোটি টাকার বেশি, সেই বাজারে লেনদেন নেমে এসেছে ৫শ কোটি টাকার নিচে। গত দুই দিনই বড় পতনের মধ্যে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার।আজ মঙ্গলবারও সূচক পতনেই লেনদেন শেষ হয়েছে।তবে লেনদেন সামান্য বেড়েছে।

রোববার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল সাড়ে ৩শ কোটি টাকা; সোমবার লেনদেন ৩শ কোটির ঘরও পেরোতে পারেনি।

শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ