পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড এনসিসি ব্যাংক নন-কনভার্টিবেল সাব-অর্ডিনেটেড বন্ড-২’ ইস্যুর সিদ্ধান্তে পরিবর্তন এনেছে। পূর্বঘোষিত ব্যাংকটির ৭০০ কোটি টাকার বন্ড ইস্যুর পরিবর্তে ৫০০ কোটি টাকা ইস্যুর অনাপত্তি সনদ (এওসি) পেয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। সে অনুযায়ী, পূর্বসিদ্ধান্তের চেয়ে ২০০ কোটি টাকা কমিয়ে এ বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
তথ্যমতে, এনসিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার এ বন্ডের বৈশিষ্ট্য হবে অরূপান্তরযোগ্য। বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে ব্যাসেল-৩-এর শর্ত পরিপালনে টিয়ার-২ মূলধন বাড়াতে চায় ব্যাংকটি। বিএসইসি অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যু করবে ব্যাংকটি।
ব্যাংক খাতের কোম্পানিটি চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে এনসিসি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩৩ পয়সা, আগের হিসাব বছরে একই সময়েও যা ১ টাকা ৩৩ পয়সা ছিল।