পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৩১ মার্চ ২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে।
রোববার (৭ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে।
তথ্যমতে, চলতি বছরে প্রথম ৩ মাসে কোম্পানিটি ৫৯ কোটি ৫ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ২৫ কোটি ২৫ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৪০০ কোটি ১ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১৯৩ কোটি ৫৩ লাখ টাকা।
বছরের ৬ মাসে কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছে ১০২ কোটি ৯৮ লাখ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছিল ৩৯ কোটি ৮২ লাখ টাকা।