1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
৫৫% সিকিউরিটিজের দর কমায় ডিএসইতে সূচকের পতন
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫০ এএম

৫৫% সিকিউরিটিজের দর কমায় ডিএসইতে সূচকের পতন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও গতকাল সোমবার সূচকের নেতিবাচক প্রবণতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৫ শতাংশ সিকিউরিটিজের দর কমায় সূচকের পতন লক্ষ করা গেছে। তবে এদিন লেনদেন সামান্য বেড়েছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ২২ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ কমে ছয় হাজার ৪৮৯ দশমিক ১৭ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৯ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ৬৩ শতাংশ কমে এক হাজার ৪১৬ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক দশমিক ১২ দশমিক ৪৬ পয়েন্ট কমে দুই হাজার ৩৬১ দশমিক ৩৪ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে এদিন মোট ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৩০টির এবং কমেছে ২০৯টির। বাকি ৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৯৭৪ কোটি সাত লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৫০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন বেড়েছে ২৩ কোটি ৯৬ লাখ টাকা। ডিএসইতে এদিন ২৪ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৯২২টি শেয়ার এক লাখ ৯৮ হাজার ১৯২ বার হাতবদল হয়।

ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৪৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ১ টাকা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ২৯ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৬০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ২১ কোটি ৩১ লাখ, প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেডের ২০ কোটি এক লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৯ কোটি ৪০ লাখ, ব্র্যাক ব্যাংক লিমিটেডের ১৮ কোটি ৪৮ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৭ কোটি ৮৫ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ১৫ কোটি ৫১ লাখ, স্যালভো কেমিক্যাল লিমিটেডের ১৫ কোটি ৪৮ লাখ এবং বিডিকম অনলাইন লিমিটেডের ১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

গতকাল ১০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ১০ শতাংশ এবং গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯১ শতাংশ, জনতা ইন্স্যুরেন্স কোম্পানির ৯ দশমিক ৮৬ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮২ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১১ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ০৯ শতাংশ কমে ১১ হাজার ৪০৭ দশমিক ০৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৯ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ কমে ১৯ হাজার ১৯ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩১৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৫৮টির এবং ৩৫টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে ২০ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয় ২০ কোটি ৬৭ লাখ টাকার।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ