1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন ২৮.৫৫ শতাংশ বেড়েছে
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ এএম

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন ২৮.৫৫ শতাংশ বেড়েছে

  • আপডেট সময় : রবিবার, ৫ জুন, ২০২২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির পাশাপাশি সূচকের ইতিবাচক প্রবণতা দেখা গেছে; একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ২৮ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে গত সপ্তাহের বাজার মূলধন বেড়েছে ২ দশমিক ৪২ শতাংশ। আগের সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১৩ দশমিক ৫৫ পয়েন্ট বা ৩ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৬ হাজার ৪৫১ দশমিক ৫৩ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৪২ দশমিক ০১ পয়েন্ট বা ৩ দশমিক ০৬ শতাংশ বেড়ে এক হাজার ৪১৫ দশমিক ৭২ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ৪৮ দশমিক ৩০ পয়েন্ট বা ২ দশমিক ০৯ শতাংশ বেড়ে দুই হাজার ৩৫৫ দশমিক ৬৮ পয়েন্টে স্থির হয়। মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩৫৬টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত ছিল ৯ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ৬টির। দৈনিক গড় লেনদেন হয় ৭৮৫ কোটি ২২ লাখ ৪৯ হাজার ৩৮৮ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৬১০ কোটি ৮৪ লাখ ৭১ হাজার ৮২৪ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ২৮ দশমিক ৫৫ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৯২৬ কোটি ১২ লাখ ৪৬ হাজার ৯৪১ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৩ হাজার ৫৪ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ১২০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার বেড়েছে, যা শতাংশের হিসেবে ২৮ দশমিক ৫৫ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল পাঁচ লাখ ৮ হাজার ২ কোটি ৫০ লাখ, শেষ কার্যদিবসে যার পরিমাণ ছিল পাঁচ লাখ ২০ হাজার ২৭৭ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ দশমিক ৪২ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে রহিমা ফুড করপোরেশন লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেযার দর বেড়েছে ৩২ দশমিক ০১ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫ কোটি ১১ লাখ ২৮ হাজার ৪০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৫ কোটি ৫৬ লাখ ৪২ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ৯৭ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ৫১ শতাংশ। পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ২৯ শতাংশ। সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬ দশমিক ০২ শতাংশ শেয়ারদর বেড়েছে। জেমিনি সি ফুড লিমিটেডের ২৫ দশমিক ১০ শতাংশ, তমিজউদ্দীন টেক্সটাইল মিলস লিমিটেডের ২২ দশমিক ৮০ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের ২২ দশমিক ১৭ শতাংশ, বিডিকম অনলাইন লিমিটেডের ২১ দশমিক ৪০ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ২০ শতাংশ শেয়ারদর বেড়েছে।

গত সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে আসে বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। সপ্তাহজুড়ে কোম্পানিটির এক কোটি ৯১ লাখ ৬৯ হাজার ৯০৪টি শেয়ার ২৫৯ কোটি ৪৭ লাখ ৯ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৬ দশমিক ৬১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর দশমিক ৩০ শতাংশ বেড়েছে। আর লেনদেনের এ তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে আসে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৩৯টি শেয়ার ১৪০ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ৫৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৬ দশমিক ০১ শতাংশ বেড়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ