পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইনসাউথ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ২টি গ্যাস জেনারেটর ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ১৫০০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন দুইটি গ্যাস জেনারেটর স্থাপনে কোম্পানিটির ০.৮০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। যা বাংলাদেশি টাকায় আনুমানিক ৬ কোটি ৮০ লাখ টাকা খরচ হবে। জেনারেটরগুলো স্থাপনের পর কোম্পানিটির প্রতি মাসে ৪৪ হাজার মার্কিন ডলার বা ৩৭ লাখ টাকা সঞ্চয় হবে।
জেনারেটরগুলো স্থাপনের পর কোম্পানির প্রতি বছর ট্যাক্ট পরবর্তী মুনাফা প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা বাড়বে। নতুন গ্যাস জেনারেটর স্থাপনের পর কোম্পানির মুনাফা বাড়বে। কোম্পানিটির বছরে কর পরিশোধের পর প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা মুনাফা বাড়বে।
শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম