1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
এক দিনেই দুই শতাংশের বেশি কমেছে ডিএসইএক্স সূচক
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ এএম

এক দিনেই দুই শতাংশের বেশি কমেছে ডিএসইএক্স সূচক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

গতকাল সোমবার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর কমায় সূচকের বড় পতন দেখা গেছে। বড় পতনের জেরে এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দুই শতাংশের বেশি, অর্থাৎ প্রায় ১৩৫ পয়েন্ট কমেছে। তবে আগের কার্যদিবসের তুলনায় গতকাল ডিএসইতে লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৩৪ দশমিক ৫৩ পয়েন্ট বা ২ দশমিক ০৪ শতাংশ কমে ছয় হাজার ৪৩০ দশমিক ৯৩ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২১ দশমিক ৮৭ পয়েন্ট বা ১ দশমিক ৫২ শতাংশ কমে এক হাজার ৪১০ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৪০ দশমিক ৯৯ পয়েন্ট বা ১ দশমিক ৭০ শতাংশ কমে দুই হাজার ৩৬৫ দশমিক ৯২ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে এদিন মোট ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ২৬টির এবং কমেছে ৩৪৮টির। বাকি ৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় এক হাজার ২৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮২৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন বেড়েছে ২০০ কোটি ৭৯ লাখ টাকা।

ডিএসইতে এদিন ২৯ কোটি ২ লাখ ৪৪ হাজার ৮০০টি শেয়ার ২ লাখ ২০ হাজার ২৮৪ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের পতনের চিত্র গেছে।

ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির ৬০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৩ টাকা ৯০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ৪৯ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৫ টাকা ৩০ পয়সা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ৪৩ কোটি ৩ লাখ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৩৮ কোটি ৯১ লাখ, ফু-ওয়াং সিরামিকস লিমিটেডের ২০ কোটি ২৫ লাখ, এনারবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৮ কোটি ৫৫ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ১৭ কোটি ৬৬ লাখ, স্যালভো কেমিক্যাল লিমিটেডের ১৭ কোটি ১২ লাখ, এসিআই ফরমুলেশনস লিমিটেডের ১৫ কোটি ৬৯ লাখ ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

গতকাল ৯ দশমিক ৮০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে ফাস ফাইন্যান্স লিমিটেড। এরপরের অবস্থানে থাকা এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ৯ দশমিক ৭৫ শতাংশ, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৯ দশমিক ৬৪ শতাংশ ও ফু-ওয়াং সিরামিকস লিমিটেডের ৯ দশমিক ৫৫ শতাংশ শেয়ারদর বেড়েছে

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ