পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের করপোরেট উদ্যোক্তা শ ওয়ালেস বাংলাদেশ লিমিটেড কোম্পানিটির সাত লাখ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এ করপোরেট উদ্যোক্তার কাছে বর্তমানে কোম্পানিটির মোট ৩২ লাখ ৮৮ হাজার ৯১০টি শেয়ার রয়েছে।
যা থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে বিক্রি করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ থেকে চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৭২ পয়সা।
উল্লেখ্য, আর্থিক খাতের কোম্পানিটি ৩১ মার্চ ২০২২ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৯ পয়সা।