দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৮-১২ মে) ব্লক মার্কেটে ৯ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ১৭৭ কোটি ৫২ লাখ ৬৬ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্স, এসিআই ফর্মুলেশন, প্রভাতী ইন্সুরেন্স, এডিএন টেলিকম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক এবং প্রাইম ইন্সুরেন্স।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ার লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের ৬৫ কোটি ৯১ লাখ ৬৪ হাজার টাকার, এসিআই ফর্মুলেশনের ৩৭ কোটি ১৩ লাখ ৪ হাজার টাকার, প্রভাতী ইন্সুরেন্সের ১৭ কোটি ৪৬ লাখ ৮ হাজার টাকার, এডিএন টেলিকমের ১৩ কোটি ১ লাখ ৫১ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১১ কোটি ৫৯ লাখ ৭৪ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৯ কোটি ৭৭ লাখ ১৩ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৮ কোটি ৯৩ লাখ ৬১ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৭ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ৬ কোটি ৩৬ লাখ ২৮ হাজার টাকার।