1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ঘুরে দাঁড়ানোর আভাস পুঁজিবাজার
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৩৯ এএম

ঘুরে দাঁড়ানোর আভাস পুঁজিবাজার

  • আপডেট সময় : রবিবার, ১৫ মে, ২০২২
Bull-Bear

বিশ্ব পুঁজিবাজারে দর পতন থেমেছে। গত সপ্তাহের শুরুর দিকে তীব্র পতনের ঝাঁকুনি সামলে কিছুটা উঠে দাঁড়িয়েছে বাজার। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপানসহ উন্নত দেশগুলোর বাজারে সূচক বেড়েছে। তাতে একটু স্বস্তির বাতাস বয়ে যাচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের বাজারে প্রধান সব মূল্যসূচক বেড়েছে। এদিন ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ৪৬৬.৩৬ পয়েন্ট (১.৪৭%) বেড়ে ৩২ হাজার ১৯৬ দশমিক ৬৬ পয়েন্টে উন্নীত হয়। এসঅ্যান্ডপি ৫০০ সূচকটি ২.৩৯ শতাংশ বেড়ে ৪ হাজার ২৩ দশমিক ৮৯ পয়েন্টে উঠে আসে। এদিন সবচেয়ে বেশি বেড়েছে প্রযুক্তি কোম্পানিগুলোর সূচক নাসডাক। এই সূচকটি ৩.৮২ শতাংশ বেড়ে ১১ হাজার ৮০৫ পয়েন্ট দাঁড়ায়।

প্রযুক্তি খাতের শেয়ারের বড় দর পতনে যুক্তরাষ্ট্রের বাজার বড় হোঁচট খেয়েছিল। আবার এই খাতের শেয়ারের মূল্য বৃদ্ধিতেই বাজার উঠে দাঁড়িয়েছে। সাথে সঙ্গ দিয়েছে ভোগ্য পণ্য খাতের কোম্পানিগুলো।

সর্বশেষ তথ্য অনুসারে, যুক্তরাজ্যের বাজারের অন্যতম প্রধান সূচক ফুটসে (FTSE) ২.৫৫ শতাংশ, জার্মানির ডিএএক্স সূচক ২.১০ শতাংশ, জাপানের টোকিও স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিক্কি ২.৬৪ শতাংশ, হংকং স্টক এক্সচেঞ্জের হ্যাংসেং সূচক ২.৬৮ শতাংশ, চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ০.৯৬ শতাংশ বেড়েছে।

তবে প্রতিবেশী ভারতের বাজারে শুক্রবারও দরপতন হয়েছে। এ নিয়ে টানা ৬ষ্ঠ দিনের মতো পতন হয়েছে বাজারে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ