পুঁজিবাজারের মন্দায় রাষ্ট্রায়াত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই- সেপ্টেম্বর ১৯) শেয়ার ও ইউনিট বিক্রি থেকে (ক্যাপিটাল গেইন) আয় কমেছে ৭৫ শতাংশ। যা কোম্পানিটিকে লোকসানে ফেলে দিয়েছে।
আইসিবির ২০১৯-২০ অর্থবছরের প্রথম প্রান্তিকের সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।
আইসিবির আয়ের প্রধান উৎস পুঁজিবাজার। এ বাজারে শেয়ার কেনা-বেচা করে প্রতিষ্ঠানটির মূল আয় হয়ে থাকে। তবে আগের অর্থবছরের প্রথম প্রান্তিকের থেকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আইসিবির সেই ক্যাপিটাল গেইন কমেছে ৮৫ কোটি ৩৩ লাখ টাকা বা ৭৫ শতাংশ। ক্যাপিটাল গেইনের এই ধস কোম্পানিটিকে লোকসানে নিমজ্জিত করেছে।
আগের অর্থবছরের প্রথম প্রান্তিকে আইসিবির ক্যাপিটাল গেইন হয়েছিল ১১৪ কোটি ২৯ লাখ টাকা। যা এ অর্থবছরের প্রথম প্রান্তিকে কমে হয়েছে ২৮ কোটি ৯৬ লাখ টাকা।
ক্যাপিটাল গেইনের পাশাপাশি কোম্পানিটির লভ্যাংশ ও কমিশন আয় কমেছে। এছাড়া সুদজনিত ব্যয় বেড়েছে। যা লোকসানের পরিমাণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। আগের অর্থবছরের প্রথম প্রান্তিকের লভ্যাংশজনিত ৯১ কোটি ২৫ লাখ টাকার আয় এ অর্থবছরের প্রথম প্রান্তিকে ৬৩ কোটি ৩০ লাখ টাকায় নেমে এসেছে। এছাড়া ৪০ কোটি ৯৩ লাখ টাকার কমিশন, ফি ও সার্ভিস চার্জজনিত আয় ৩২ কোটি ৪৩ লাখ টাকা নেমেছে। অন্যদিকে আগের অর্থবছরের প্রথম প্রান্তিকের ২৪৭ কোটি ৫৪ লাখ টাকার সুদজনিত ব্যয় এ অর্থবছরের একইসময়ে বেড়ে হয়েছে ২৮৪ কোটি ৫৮ লাখ টাকা।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আইসিবির নিট লোকসান হয়েছে ১৩৪ কোটি ৩১ লাখ টাকা বা শেয়ারপ্রতি ১.৯৩ টাকা। তবে আগের অর্থবছর একইসময়ে মুনাফা হয়েছিল ২৮ কোটি ৫৭ লাখ টাকা বা ০.৪১ টাকা।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৫৩৫ কোটি ৯ লাখ টাকার সিকিউরিটিজ কিনেছে। এর বিপরীতে ২৮৭ কোটি ৮২ লাখ টাকার বিক্রি করেছে। এ হিসাবে আইসিবি বিক্রির চেয়ে ২৪৭ কোটি ২৭ লাখ টাকা বা ৮৬ শতাংশ বেশি ক্রয় করেছে।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর আইসিবির শেয়ারবাজারের বিভিন্ন কোম্পানিতে ১১ হাজার ৬১২ কোটি ৫৮ লাখ টাকার বিনিয়োগ রয়েছে। আর বিভিন্ন গ্রাহকের কাছে মার্জিণ ঋণবাবদ ১ হাজার ৮৭ কোটি ৫৮ লাখ টাকা পাওনা রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে আইসিবির ৬৯৭ কোটি ৬৮ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। আর কোম্পানিটির শেয়ার দর রয়েছে ৮২ টাকায়।
শেয়ারবার্তা / মিলন