1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সপ্তাহজুড়ে ৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৪৫ এএম

সপ্তাহজুড়ে ৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
dividend-news

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি শেয়ারহোলাডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- এএফসি এগ্রো বায়োটিক, একটিভ ফাইন কেমিক্যালস, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, বঙ্গজ, বিচ হ্যাচারি লিমিটেড এবং ফ্যামিলিটেক্স বিডি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এএফসি এগ্রো বায়োটিক: শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে এএফসি এগ্রো বায়োটিক লিমিটেড। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.২২ টাকা।

আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর।

একটিভ ফাইন কেমিক্যালস: একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৯৭ টাকা।

আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর।

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স: শেয়ারহোল্ডারদের জন্য ২০১৬, ২০১৭, ২০১৮ সালের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটি ২০১৬ ও ২০১৭ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ২০১৮ সালের জন্য কোম্পানিটি ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১টায়, ঢাকা লেডিস ক্লাব, ৩৬ স্কাটোন গার্ডেন রোড, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ৮ জানুয়ারি, ২০২০ নির্ধারণ করা হয়েছে।

বঙ্গজ লিমিটেড: বঙ্গজ লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাসসহ মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৫৯ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২২.২২ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর, সকাল ১১.৩০টায়, ফ্যাক্টরী প্রাঙ্গণ, চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

ফ্যামিলিটেক্স: ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোন লভ্যাংশ দিবে না পুঁজিবা ফ্যামিলিটেক্স বিডি লিমিটেড। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৭৯ টাকা। শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.১২ টাকা (ঋণাত্মক) এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১১.৬৩ টাকা।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায়, রেশমি কমিউনিটি সেন্টার, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর।

বিচ হ্যাচারি: ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোন লভ্যাংশ দিবে না বিচ হ্যাচারি লিমিটেড। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৩৬ টাকা। শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.০০৩১ টাকা (ঋণাত্মক) এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১০.১৪ টাকা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ মার্চ, ২০২০ দুপুর সাড়ে ১২টায়, উত্তরা কমিউনিটি সেন্টার, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ জানুয়ারি, ২০২০।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ