1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
চলতি সপ্তাহে ৩০ কোম্পানির এজিএম
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ এএম

চলতি সপ্তাহে ৩০ কোম্পানির এজিএম

  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
agm-egm

চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৩০টি হলো: রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, শ্যামপুর সুগার মিলস, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং, প্যারামাউন্ট টেক্সটাইল, আজিজ পাইপস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস, একমি ল্যাবরেটরিজ, এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্কয়ার টেক্সটাইল, কাশেম ইন্ডাস্ট্রিজ, অলটেক্স, ইফাদ অটোস, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস, প্যাসিফিক ডেনিমস, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস, অ্যাডভেন্ট ফার্মা, সামিট এলায়েন্স পোর্ট, সালভো কেমিক্যাল, সায়হাম কটন মিলস, ফাইন ফুডস, মতিন স্পিনিং মিলস, সায়হাম টেক্সটাইল, আমান কটন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, অগ্নি সিস্টেমস এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ।

কোম্পনিগুলোর মধ্যে ৭ ডিসেম্বর: রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের বেলা ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, সালাইপুর, বালডিপুকুর, রংপুরে ও শ্যামপুর সুগার মিলসের এজিএম বেলা ১১টায় শ্যামপুর সুগার মিলস ট্রেনিং কমপ্লেক্স, শ্যামপুর, রংপুরে অনুষ্ঠিত হবে।

৮ ডিসেম্বর: নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিংয়ের এজিএম সকাল সাড়ে ৯টায়, রাওয়া কনভেনশন হল-৩, ভিআইপি রোড, মহাখালী, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

৯ ডিসেম্বর: প্যারামাউন্ট টেক্সটাইলের এজিএম বেলা ১১টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, হাউজ#১৯, রোড#০৭, গুলশান, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

১১ ডিসেম্বর : সকাল ১০টায়, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি ভবন), ১৬০/এ, কাকরাইল, ঢাকাতে আজিজ পাইপসের এজিএম
অনুষ্ঠিক হবে।

১২ ডিসেম্বর : পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বেলা ১১টায়, পদ্মা লাইফ টাওয়ার, ১১৫ কাজী নজরুল ইসলামী এভিনিউ, বাংলামোটর, ঢাকাতে; ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের বেলা ১১টায়, ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫ পুরাতন বিমানবন্দর রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে; একমি ল্যাবরেটরিজের সকাল সাড়ে ১০টায়, পিএসসি কনভেনশন হল, মিরপুর-১৪, ঢাকাতে; এপেক্স ফুডসের বেলা ১১টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, হাউজ#১৯, রোড#০৭, গুলশান-১, ঢাকাতে; এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিংয়ের সকাল ৯টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, হাউজ#১৯, রোড#০৭, গুলশান-১, ঢাকাতে, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সকাল ১০টায়, স্যামসান এইচ চৌধুরী সেন্টার, ঢাকা ক্লাব, ঢাকাতে; স্কয়ার টেক্সটাইলের বেলা ১১টায়, স্যামসান এইচ চৌধুরী সেন্টার, ঢাকা ক্লাব; কাশেম ইন্ডাস্ট্রিজের সকাল সাড়ে ১০টায়, ঈগল হল, রাওয়া কমপ্লেক্স, মহাখালী, ঢাকাতে; অলটেক্সের বেলা ১১টায়, রেজিস্ট্রার্ড অফিস, অলটেক্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক এরাইবো, বারপা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে; ইফাদ অটোসের দুপুর ১২টায়, ইফাদ অটোস লিমিটেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সাহা বেলাইশোর, ধামরাইন, ঢাকাতে; ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কসের বেলা সাড়ে ১১টায়, আইভি কনভেনশন সেন্টার, হোমটাউন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, লেভেল-৫, ৮৭, নিউ ইস্কাটন রোড, ঢাকা; প্যাসিফিক ডেনিমসের বেলা ১১টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান-১, ঢাকাতে; বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকসের বেলা ১১টায়, বেঙ্গল মাল্টিমিডিয়া, স্টুডিও, ৯৫/এ, ঢাকাতে; অ্যাডভেন্ট ফার্মার বেলা ১১টায়, প্লট#বি, ৫০-৫৪, বিএসসিআইসি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, ধামরাই, ঢাকাতে, সামিট এলায়েন্স পোর্টের বেলা সাড়ে ১১টায়, সামিট অ্যালায়েন্স পোর্ট ডিপোর্ট, কাটঘর, সাউথ পতেঙ্গা, চিটাগাংয়ে; সালভো কেমিক্যালের বেলা ১১টায়, ঢাকা জিলা ক্রীড়া সংস্থা, মতিঝিল, এজিবি কলোনি, ঢাকাতে; সায়হাম কটন মিলসের বেলা ১১টায়, মিল প্রাঙ্গণ, নয়াপাড়া, সায়হাম নগর, মাধবপুর, হবিগঞ্জে; ফাইন ফুডসের দুপুর সাড়ে ১২টায়, প্রোজেক্ট-১, মন্ডলভোগ, মানিকখালি, কটিয়াদি, কিশোরগঞ্জে; মতিন স্পিনিং মিলসের বেলা ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, মতিন স্পিনিং মিলস, সারদাগঞ্জ, কাশিমপুর, গাজীপুরে; সায়হাম টেক্সটাইলের দুপুর সাড়ে ১২টায়, মিল প্রাঙ্গণ, নয়াপাড়া, সায়হাম নগর, মাধবপুর, হবিগঞ্জে; আমান কটনের বেলা ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, বৈরাঙ্গীচালা, শ্রীপুর, গাজীপুরে; ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের সকাল ১০টায় নিস্বর্গ এন্টারটেইনমেন্ট জোন, নবগ্রাম, বরিশালে; ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সকাল ১০টায়, শাহীন গল্ফ ক্লাব কনভেনশন সেন্টার, বিমানবন্দর রোড, ইস্ট পতেঙ্গা, চিটাগাংয়ে; অগ্নি সিস্টেমসের সকাল ১০টায়, সেলিব্রেটি কনভেনশন হল, অটবি সেন্টার, গুলশান সাউথ এভিনিউ, গুলশান-১, ঢাকাতে এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজের এজিএম একই দিন সকাল সাড়ে ১০টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুরে অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ এবং লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত অনুমোদিত হতে পারে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস ৫ শতাংশ বোনাস, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং ১০০ শতাংশ নগদ, প্যারামাউন্ট টেক্সটাইল ৭ শতাংশ নগদ ও ৯ শতাংশ বোনাস, আজিজ পাইপস ৭ শতাংশ নগদ, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস ১৭ শতাংশ নগদ ও ১৩ শতাংশ বোনাস, একমি ল্যাবরেটরিজ ৩৫ শতাংশ নগদ, এপেক্স ফুডস ২০ শতাংশ নগদ, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং ২০ শতাংশ নগদ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ৪২ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস, স্কয়ার টেক্সটাইল ২০ শতাংশ নগদ, কাশেম ইন্ডাস্ট্রিজ ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস, ইফাদ অটোস ১০ শতাংশ নগদ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস ২ শতাংশ নগদ, প্যাসিফিক ডেনিমস ১৪ শতাংশ বোনাস, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস ৫ শতাংশ নগদ, অ্যাডভেন্ট ফার্মা ২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস, সামিট এলায়েন্স পোর্ট ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস, সায়হাম কটন মিলস ১০ শতাংশ নগদ, ফাইন ফুডস ২ শতাংশ নগদ, মতিন স্পিনিং মিলস ১৫ শতাংশ নগদ, সায়হাম টেক্সটাইল ১০ শতাংশ নগদ, আমান কটন ১০ শতাংশ নগদ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ২ শতাংশ নগদ ও ৯ শতাংশ বোনাস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ১৫ শতাংশ বোনাস, অগ্নি সিস্টেমস ৭ শতাংশ নগদ এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

এছাড়া শ্যামপুর সুগার মিলস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, অলটেক্স এবং সালভো কেমিক্যালের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ