ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৪২ কোটি ৮৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিবিবি পাওয়ার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, আইপিডিসি ফাইন্যান্স, নাহি অ্যালুমিনিয়াম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, স্কয়ার ফার্মা এবং ইয়াকিন পলিমার।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৭৮ লাখ ৮২ হাজার টাকার।
লাফার্জহোলসিম ২৫ কোটি ৪ লাখ ১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে।