1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
অতিরিক্ত ঋণ দেওয়ায় জরিমানার কবলে ইস্টার্ন ব্যাংক
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৪ এএম

অতিরিক্ত ঋণ দেওয়ায় জরিমানার কবলে ইস্টার্ন ব্যাংক

  • আপডেট সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

আইনি সীমার অতিরিক্ত ঋণ দেওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংককে (ইবিএল) পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার (৩ এপ্রিল) এই বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কা‌ছে চিঠি পাঠিয়েছে।

‌কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, এক‌টি ব্যাংক তার মূলধনের শতকরা ২৫ ভাগ অর্থ একজন গ্রাহক‌কে ঋণ হিসেবে দি‌তে পা‌রে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা লঙ্ঘন ক‌রে ইবিএল তার সহযোগী প্রতিষ্ঠান ইবিএল ফাইন্যান্স (এইচকে) লিমিটেড ও ইবিএল সিকিউরিটিজকে ঋণ দিয়েছে।

বাংলা‌দেশ ব্যাংক বলছে, এই বিষয়ে ব্যাংকটি অনাপ‌ত্তি নেয়‌নি। তাই ব্যাংক‌টি‌কে আইন অনুযায়ী পাঁচ লাখ টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আগামী ১৪ দিনের মধ্যে জরিমানার টাকা জমা দিতে বলা হয়েছে। য‌দি নির্ধারিত সম‌য়ে এ জ‌রিমানার অর্থ না দেয় তাহ‌লে বাংলা‌দেশ ব্যাংকের ম‌তি‌ঝিল অফিসে ব্যাংকটির র‌ক্ষিত হিসাব থেকে এ অর্থ কেটে নেওয়া হবে বলে জানা‌নো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ২৬(খ) ধারা লঙ্ঘন ও এই ঋণ অনুমোদনে একক গ্রাহক ঋণসীমা অতিক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নেওয়া হয়নি।

এই নিয়ে ব্যাংকটি গত বছরের ১৯ ডিসেম্বর ও গত ৩ ফেব্রুয়ারি ব্যাখ্যা দিলেও তা গ্রহণ করেনি বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইনের ২৬(খ) অনুযায়ী, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে দেওয়া সব ঋণসুবিধার পরিমাণ ওই ব্যাংকের রক্ষিত মূলধনের শতকরা ২৫ ভাগের বেশি হবে না।

তবে ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তারা ব্যাকটির নিজস্ব দুই প্রতিষ্ঠানে ঋণ দিয়েছে। বাইরের কোন গ্রাহককে ঋণ দেয়নি। তারপরও কেন্দ্রীয় ব্যাংক জরিমানা করেছে। তারা অভিযোগ করছেন, এর পেছনে রহস্য অন্য জায়গায়। সেটা অবশ্যই শেয়ারবাজার সংক্রান্ত কারণ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ