1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পণ্য আমদানির জন্য বিদেশি ঋণ পরিশোধের শর্ত শিথিল
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ এএম

পণ্য আমদানির জন্য বিদেশি ঋণ পরিশোধের শর্ত শিথিল

  • আপডেট সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
US-dollar

পণ্য আমদানির জন্য স্বল্পমেয়াদি বিদেশি ঋণ পরিশোধের শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বেসরকারি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বিদেশি ঋণের কিস্তির তিন মাসের পরিবর্তে সুবিধামতো পাওনা পরিশোধ করতে পারবেন। এতোদিন ত্রৈমাসিক ভিত্তিতে ঋণ পরিশোধ বাধ্যতামূলক ছিল।

বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংশ্নিষ্টরা জানান, মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল, বিদ্যুৎ খাতের সরঞ্জামসহ নির্দিষ্ট কিছু পণ্য আমদানির জন্য বিদেশি বিক্রেতা বা সরবরাহকারীর কাছ থেকে স্বল্পমেয়াদি ঋণ নিতে পারেন আমদানিকারক। সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিট নামে পরিচিত এ ঋণের সর্বোচ্চ মেয়াদ থাকে এক বছর। সব ধরনের সার্ভিস চার্জসহ সর্বোচ্চ ৬ শতাংশ সুদে এ ঋণ নেওয়া যায়। এক্ষেত্রে বিদেশি ঋণের অপব্যবহার ঠেকাতে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়। এর অংশ হিসেবে ত্রৈমাসিক ভিত্তিতে ঋণ পরিশোধের শর্ত আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। এখন এ শর্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ