1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন বৃদ্ধি ২০.০৫%
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ পিএম

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন বৃদ্ধি ২০.০৫%

  • আপডেট সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে বড় ব্যবধানে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ২০.০৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৬৮৩ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯০১ কোটি ১৯ লাখ ৮৩ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭৮২ কোটি ১৫ লাখ ২ হাজার টাকার বা ২০.০৫ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪ দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ০৭ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৬৭ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৭ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ বেড়ে ২ হাজার ৪৭৪ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১.৩০ পয়েন্ট বা দশমিক ৭৮ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ১৭০টির। আর ৩৫টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ১৫২ কোটি ১৪ লাখ ১ হাজার ৫৭৪ টাকা বা দশমিক ২১ শতাংশ বাজার মূলধন বেড়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫৩ লাখ ৮ হাজার ২৬৩ কোটি ৩৪ লাখ ২ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫৩ লাখ ৯ হাজার ৪১৫ কোটি ৪৮ লাখ ৪ হাজার টাকায়।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ