1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ডিএসইতে দেড় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৫ পিএম

ডিএসইতে দেড় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে লেনদেন ১১শ কোটি টাকার ঘর অতিক্রম করেছে; যা গত দেড় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি ডিএসইতে ১ হাজার ১৪০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ১১৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩১৫ কোটি ৬১ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৮০১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৫৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৫ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৬১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ