পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ওইমেক্স ইলেকট্রোডের সাম্প্রতিক সময়ের অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। স্টক এক্সচেঞ্জটির ২৪ মার্চের এক চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
গত ২২ মার্চ কোম্পানিটির শেয়ারদর ছিল ১৭ টাকা ৮০ পয়সা। ২৪ মার্চ কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ২১ টাকা ১০ পয়সায়। এ সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ৩০ পয়সা বা ১৮ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।
অন্যদিকে গত ২২ মার্চ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৯ হাজার ৩২৮টি।