1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
এমজেএজের ৪৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫২ এএম

এমজেএজের ৪৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • আপডেট সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯

এমজেএল বাংলাদেশ লিমিটেডের শেয়ারহোল্ডাররা কোম্পানিটির ৩০ জুন, ২০১১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছেন।

বৃহস্পতিবার কোম্পানিটির ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন করা হয়। কোম্পানি সমাপ্ত হিসাববছরের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫ টাকা ৮৭ পয়সা। ৩০ জুন, ২০১৯ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৬৪ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সমন্বতিভাবে কোম্পানির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিলো ১ টাকা ৪৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (S0lo EPS) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিলো ১ টাকা ৩১ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ১৯ পয়সা।

এজিএম এ সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী।

এছাড়া কোম্পানির অন্যান্য পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবুল মুঈদ চৌধুরী, মো. আমিনুর রহমান, গিয়াস উদ্দীন আনসারিসহ স্বতন্ত্র পরিচালক কিউ এম শরিফুল আলা। এসময় কোম্পানির সিইও, সিএফও, সেক্রেটারি এবং শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ