পুঁজিবাজারের সাম্প্রতিক নেতিবাচক পরিস্থিতিতে মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে মঙ্গলবার (০১ মার্চ) বৈঠক করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে টি+১ সেটেলমেন্ট, নেগেটিভ ইক্যুইটি নিয়ে মিথ্যা তথ্য ছাড়ানো, যুদ্ধ নিয়ে অহেতুক ভয় ও ভালো কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে বিদ্যমান সমস্যা আলোচনায় উঠে আসে।
মঙ্গলবার (০১ মার্চ) আগারগাঁও সিকিউরিটিজ কমিশন ভবনে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ। বৈঠকে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, বিএমবিএ সভাপতি ছায়েদর রহমান, আইসিবির ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
এদিকে রাশিয়া-ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের অর্থনীতির তেমন সর্ম্পক্য না থাকলেও এটাকে অনেকে বড় করে বিনিয়োগকারীদের মাঝে প্রচার করছে। যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বলে আলোচনায় উঠে আসে। এক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কেউ কেউ এমন করে থাকতে পারে বলে অভিযোগ করা হয়।
এদিন ভালো কোম্পানি শেয়ারবাজারে আনার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন মার্চেন্ট ব্যাংকাররা।