রাশিয়া ও ইউক্রেনেরে মধ্যে যুদ্ধের কারনে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে পুঁজিবাজারে বিনিয়োগকারিরা বেশ সতর্কতার সাথে সামনে অগ্রসর হচ্ছে। এসব বিনিয়োগকারি কোথায় বিনিয়োগ করবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে একটু সময় নিচ্ছেন।
সিএনবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল গড়ে ১৬৬.১৫ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ হ্রাস পেয়েছে। দিন শেষে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল ৩৩,৮৯২.৬০ পয়েন্টে এসে শেষ হয়েছে।
তবে লকহিড মার্টিন এবং নর্থরপ গ্রুম্যানের মতো প্রতিরক্ষা খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম যথাক্রমে ৬.৭ শতাংশ এবং ৭.৯ শতাংশ বেড়েছে। সাইবার সিকিউরিটি খাতের কোম্পানির শেয়ারের দাম ৭.৪ শতাংশ বেড়েছে। এদিকে ব্যাংকিং খাতের কোম্পানিগুলো বেশ চাপের মধ্যে ছিল। ব্যাংকিং খাতের কোম্পানি জেপি মরগান এর দাম কমেছে ৪.২ শথাংশ এবং সিটিগ্রুপের দাম কমেছে ৪.৪ শতাংশ।
সকল কোম্পানির দাম হ্রাস পেলেও তেল কোম্পানির শেয়ারের দামের ক্ষেত্রে মিশ্র অবস্থা লক্ষ্য করা গেছে। কোম্পানিগুলি রাশিয়ান জ্বালানি খাতের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়ার পর বিপি এবং শেল এর শেয়ারের দাম হ্রাস পেতে শুরু করে। তবে অক্সিডেন্টাল পেট্রোলিয়ামের শেয়ারের দাম ১৩ শতাংশ বেড়েছে।
এদিকে সৌর শক্তির শেয়ারের দাম বেড়েছে প্রত্যাশার চেয়ে অনেক বেশি। এনফেস এনার্জিও দাম বেড়েছে ৮ শতাংশ।