ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৩ লাখ ৩৬ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ৬৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার। এই কোম্পানি ৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। স্কয়ার ফার্মা লিমিটেড ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ম্যানুফ্যাকচারিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড মিল, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম