পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলের ৮৭ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার অনুমোদন করেছে ।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিএসইসির ৮০৮তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
এনভয় টেক্সটাইলের ৮৭ কোটি টাকার পাঁচ বছর মেয়াদী ফুল্লি রেডিমাবল, নন-কনভাটেবল, কমিউলেটিভ প্রেফারেন্স শেয়ার অনুমোদন করেছে।
প্রেফারেন্স শেয়ারটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে যার ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। প্রেফারেন্স শেয়ারটি কুপন হার ৭% থেকে ৭.৫০% ।
উল্লেখ্য, এই প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে এনভয় টেক্সটাইল ব্লেন্ডেড ইয়ার্ন প্রোজেক্ট বাস্তবায়ন এবং ঋণ পরিশোধ করা হবে।