ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের পায় ২ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মিরাকল ইন্ডাস্ট্রিজের কারখানা চলতি বছরের অক্টোবর মাস থেকে বন্ধ রয়েছে। আজ কোম্পানিটি এ সংক্রান্ত একটি তথ্য প্রকাশ করে ডিএসইর ওয়েবসাইটে। এছাড়াও কোম্পানিটি প্রথম প্রান্তিকে ১ টাকা ২৫ পয়সা লোকসান করেছে। এমন খবর প্রকাশের পরেও লেনদেনের শুরু থেকেই শেয়ারটির দর বাড়ছে।
কোম্পানিটির ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে কারখানা বন্ধ রয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ বর্তমান পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। কোম্পানিটি আশা করছে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে আবার কারখানা চালু হবে।
আজ বেলা ১২টা ২২ মিনিট পর্যন্ত কোম্পনিটির স্ক্রিনে ১ লাখ ৯০ হাজার ৭৫৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১৮ টাকা ৮০ পয়সা।
শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম