1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
শেয়ার বিক্রয় তিন কোম্পানির বিনিয়োগকারীদের
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ এএম

শেয়ার বিক্রয় তিন কোম্পানির বিনিয়োগকারীদের

  • আপডেট সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
Sell products online at internet webshop, web shop selling second hand

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদায়ী সপ্তাহে (৯-১৩ জানুয়ারি) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ছিল সোনালী পেপার, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এশিয়া ইন্সুরেন্স, ওয়ান ব্যাংক, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, বীকন ফার্মাসিউটিক্যালস্, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্, এবং ইস্টার্ন ইন্সুরেন্স। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে শীর্ষ লেনদেনের কোম্পানিগুলোর মধ্যে তিন কোম্পানির শেয়ার বিক্রি করেছেন বিনিয়োগকারীরা। ফলে দর পতনে এগিয়েছিল কোম্পানিগুলো। এই তিন কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড, লাফার্জ হোলসিম এবং ডেলটা লাইফ ইন্সুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বেক্সিমকো লিমিটেডের গেলো সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৭৯ হাজার ২৫৫টি শেয়ার। যার বাজার মূল্য ৪৭৩ কোটি ৮৮ লাখ ২ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিল ১৪৯ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৪৯ টাকা পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৯০ পয়সা বা ০.৬০ শতাংশ।

লাফার্জহোলসিমের গেলো সপ্তাহে লেনদেনের তালিকায় সপ্তম স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৪১ লাখ ৩২ হাজার ৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৯ কোটি ৩ লাখ ১৪ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিল ৮১ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৮০ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১ টাকা বা ১.২৩ শতাংশ।

ডেল্টা লাইফ ইন্সুরেন্স গেলো সপ্তাহে লেনদেনের তালিকার অষ্টম অবস্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯৭ লাখ ২৫ হাজার ৪২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯২ কোটি ৭ লাখ ৪৭ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির ওপেনিং প্রাইস ছিল ২১২ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৮৬ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ২৬ টাকা ১০ পয়সা বা ১২.২৯ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ