1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ডমিনেজ স্টিলের ঋণমান ‘এ’ ও ‘এসটি-টু’
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৪১ পিএম

ডমিনেজ স্টিলের ঋণমান ‘এ’ ও ‘এসটি-টু’

  • আপডেট সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
Dominage

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের নিরীক্ষিত ও চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য হালনাগাদ তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (ইসিআরএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ডমিনেজ স্টিলের আয় হয়েছে ১৩ কোটি ৫২ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ১২ কোটি ১৫ লাখ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৫৪ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৩ কোটি ৭৬ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫২ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১৯ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ এবং সব বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির আয় হয়েছে ৪৭ কোটি ৫০ লাখ টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরের আয় ছিল ৫৬ কোটি ৫২ লাখ টাকার বেশি। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ৯ কোটি টাকার বেশি বা ১৫ দশমিক ৯৫ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৭ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২১ টাকা ২৩ পয়সা।

২০২০ সালের ২ ডিসেম্বর দেশের পুঁজিবাজারে ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার লেনদেন শুরু হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০২ কোটি ৬০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪২ কোটি ৯৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ২৬ লাখ। এর মধ্যে ৩০ দশমিক ২ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৯ দশমিক ২৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫০ দশমিক ৫৩ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ