1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
শেয়ার বিক্রি করেছেন ছয় কোম্পানির বিনিয়োগকারীরা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৩ পিএম

শেয়ার বিক্রি করেছেন ছয় কোম্পানির বিনিয়োগকারীরা

  • আপডেট সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদায়ী সপ্তাহে (২৬-৩০ ডিসেম্বর) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ছিল সোনালী পেপার, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এশিয়া ইন্সুরেন্স, ওয়ান ব্যাংক, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, বীকন ফার্মাসিউটিক্যালস্, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ইস্টার্ন ইন্সুরেন্স লিমিটেড। ডিএসই সুত্রে এই তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে শীর্ষ লেনদেনের কোম্পানিগুলোর মধ্যে ছয় কোম্পানির শেয়ার লেনদেন বৃদ্ধি পেলেও দর কমেছে। কোম্পানিগুলোর বড় বিনিয়োগকারীরা শেয়ারগুলো কেনার চেয়ে বেশি বিক্রি করেছেন বলে দর কমেছে- এমনটাই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, এশিয়া ইন্সুরেন্স, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ইস্টার্ন ইন্সুরেন্স লিমিটেড।

আলোচ্য সপ্তাহে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ৭৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭৭ কোটি ৬১ লাখ ৩৯ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৫১ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৪৮ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৩ টাকা ১০ পয়সা বা ১.৭৯ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে এশিয়া ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ২১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০০ কোটি ৬৪ লাখ ৯২ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১৫ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১১৫ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৯০ পয়সা বা ০.৭৮ শতাংশ।

ফরচুন সুজ লেনদেনের শীর্ষ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮১ লাখ ৬৮ হাজার ৪৬২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৬ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৯৫ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯২ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৩.৫৬ শতাংশ।

জেনেক্স ইনফোসিস লেনদেন তালিকার সপ্তম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪১ লাখ ৫৮ হাজার ৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৯ কোটি ৫৫ লাখ ৮৮ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৬৬ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৬৫ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১ টাকা ১০ পয়সা বা ০.৬৬ শতাংশ।

লেনদেনের তালিকার নবম স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্। সপ্তাহজুড়ে কোম্পনিটির ৩১ লাখ ৬ হাজার ৪২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৯ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৯৫ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৯২ টাকা ৭০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ১.৩৩ শতাংশ।

ইস্টার্ন ইন্সুরেন্স সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় দশম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫০ লাখ ১০ হাজার ৭৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ২৮ লাখ ৭৯ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১৫ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১১৫ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৩০ পয়সা বা ০.২৬ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ