ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী বছরের শেষ সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪৫.৫৫ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২৫১ কোটি ৪৬ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫০ কোটি ২৯ লাখ ২৫ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এটলাস বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৬ দশমিক ৯৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৪৫ লাখ ১৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৯ লাখ ২ হাজার ৬০০ টাকা।
ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৬ দশমিক ২৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৫১ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯০ লাখ ৩৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি, দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশ সাবমেরিন কেবল,সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, আলিফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ও বাটা সু কোম্পানি লিমিটেড।