1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ডিএসইতে পিই বৃদ্ধি ৬.৪৮%
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ এএম

ডিএসইতে পিই বৃদ্ধি ৬.৪৮%

  • আপডেট সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
pe ratio

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদ্য সমাপ্ত বছরে তালিকাভুক্ত সিকিউরিটিজের মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই বেড়েছে। এক বছরের ব্যবধানে ডিএসইর মার্কেট পিই বেড়েছে ১.০৭ পয়েন্ট বা ৬.৪৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ২০২১ সালের শেষে ডিএসইর তালিকাভুক্ত সিকিউরিটিজের মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই দাঁড়ায় ১৭.৫৮৷ অপরদিকে ২০২০ সালের শেষে সামগ্রিক বাজার মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই ছিল ১৬.৫১৷

খাতওয়ারী সর্বনিম্ন অবস্থানের দিক থেকে মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই ছিল মিউচ্যুয়াল ফান্ডের। যার মার্কেট পিই ৩.৯১, ব্যাংকিং খাতের মার্কেট পিই ৯.৭২, ফুয়েল এন্ড পাওয়ার খাতের ১৩.১৯, টেলিকমিউনিকেশন খাতের মার্কেট পিই ১৬.৯২, ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যালস খাতের মার্কেট পিই ২০.৭৭, বস্ত্র খাতের মার্কেট পিই ২১.৬৫, প্রকৌশল খাতের মার্কেট পিই ২৩.৭০, আর্থিক খাতের পিই ২৪.৯৭, সিমেন্ট খাতের মার্কেট পিই ২৬.৪৭, সেবা-আবাসন খাতের মার্কেট পিই ২৬.৯২, বিমা খাতের মার্কেট পিই ২৮.১৩, খাদ্য খাতের মার্কেট পিই ৩১.২১, আইটি-খাতের মার্কেট পিই ৩৩.০৫, বিবিধ খাতের মার্কেট পিই ৫৫.৯৩, ভ্রমণ-অবকাশ খাতের ৬০.৫৮, সিরামিক খাতের মার্কেট পিই ৬৭.৩৪, পাট খাতের মার্কেট পিই ৭১.২২, পেপার এন্ড প্রিন্টিং খাতের মার্কেট পিই ৮০.৭২ এবং ট্যানারি খাতের মার্কেট পিই ৮৮.১৯৷

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ