ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৮টির বা ৪৭.২১ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আরএসআরএম স্টিলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বুধবার আরএসআরএম স্টিলের ক্লোজিং দর ছিল ২১ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৩ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আরএসআরএম স্টিল ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রিলায়েন্স-১ম মিউচুয়াল ফান্ডের ৭.৪০ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৭.১৮ শতাংশ, বাটা সুয়ের ৬.২২ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৬.১৭ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬.০৯ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৫.৯৫ শতাংশ, আইসিবি’র ৫.৬২ শতাংশ, গ্রিনডেল্টা ইন্সুরেন্সের ৫.৪৬ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৪.৯৯ শতাংশ দর বেড়েছে।