ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে রতনপুর স্টিল রোলিং মিলস (আরএসআরএম) লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত আরএসআরএমের স্ক্রিনে ৬ লাখ ২৮ হাজার ৫০৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ২১ টাকা।