1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ইন্সুরেন্স খাত
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ এএম

বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ইন্সুরেন্স খাত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
insurance

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বছরের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৪৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৩০ ও ২৫২৮ পয়েন্টে উঠেছে।

ডিএসইতে এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ৮২টির এবং অপরির্বতিত রয়েছে ৭০টি কোম্পানির শেয়ার।

বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে ১০ কোম্পানি হলো-বিএসসি, ডেল্টা লাইফ, বিএসসিসিএল, পিপলস ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, সোনালি পেপার, ওয়ান ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, পাওয়ার গ্রিড ও ঢাকা ডায়িং।

এই সময়ে লেনদেনের শীর্ষে রয়েছে ইন্সুরেন্স খাত। এরপর রয়েছে প্রকৌশল ও বস্ত্র খাত। ইন্সুরেন্স খাত লেনদেনে ১৮ শতাংশের বেশি অবদান রাখছে।

অন্যদিকে, দর বৃদ্ধিরও শীর্ষে রয়েছে ইন্সুরেন্স খাত। এ সময়ে ইন্সুরেন্স খাতের ৫২টি কোম্পানির মধ্যে ৫০টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। কমেছে ২টির।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ