1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
‘পুঁজিবাজারে আমাদের সবচেয়ে বড় শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’:বিএসইসি চেয়ারম‌্যান
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ পিএম

‘পুঁজিবাজারে আমাদের সবচেয়ে বড় শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’:বিএসইসি চেয়ারম‌্যান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

পুঁজিবাজারের কোনো বিষয় নি‌য়ে যখনই প্রধানমন্ত্রীর কাছে যাই, তিনি আন্তরিকতা নিয়ে সহ‌যো‌গিতা করেন। আজ পর্যন্ত কোনো বিষ‌য়ে খা‌লি হা‌তে ফিরিয়ে দেননি। পুঁজিবাজা‌রে আমাদের সব‌চে‌য়ে বড় শ‌ক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনই দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বাংলা‌দেশ সি‌কিউ‌রি‌টিজ অ‌্যান্ড এক্স‌চেঞ্জ ক‌মিশন (বিএসইসি) চেয়ারম‌্যান অধ‌্যাপক শিবলী রুবা‌য়ত-উল-ইসলাম।

ক‌্যা‌পিটাল মা‌র্কেট স্ট‌্যাব‌লাই‌জেশন ফান্ড (সিএমএসএফ) আ‌য়ো‌জিত ‘আউটকাম অব রেজাল্ট অরিয়েন্টেড আইসিটি ওয়ার্কসপ অ‌্যান্ড অ‌্যানু‌গ্রেশন অব গো‌ল্ডেন জু‌বি‌লি মিউচ‌্যুয়াল ফান্ড (জি‌জেএমএফ)’নামক প্রোগ্রা‌মে বি‌শেষ অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন। অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ডাক ও টে‌লি‌যোগা‌যোগ মন্ত্রী মোস্তফা জব্বার। অনুষ্ঠা‌নে কী নোট স্পিকার হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ডা. মোঃ তা‌রেক।

বিএসইসি চেয়ারম্যান ব‌লেন, ২০২০ সালের মে মা‌সে ক‌রোনা মহামা‌রির সময় আমরা বিএসই‌সির দা‌য়িত্ব নি‌য়ে‌ছি। তখন শেয়ার মা‌র্কেট বন্ধ ছি‌লো। ইন‌ডেক্স ছয় হাজার থে‌কে ক‌মে অবস্থান কর‌ছিল ৩ হাজা‌রের ঘ‌রে। সেখান থে‌কে আমরা গুড গভর্নন্সকে গুরুত্ব দি‌য়ে‌ কাজ শুরু ক‌রি।

সে ক্ষে‌ত্রে আমা‌দের‌কে সব‌চে‌য়ে বে‌শি সহ‌যো‌গিতা ক‌রে‌ছে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। আজ পর্যন্ত যত বিষয় নি‌য়ে তাঁর কাছে গেছি. কোন বিষয়েই তাঁর কাছ থেকে খা‌লি হা‌তে ফি‌রে আস‌তে হয়‌নি বলেন তিনি।

বিএসই‌সির চেয়ারম‌্যান ব‌লেন, ভার‌তে যেমন মিউচ‌্যুয়াল ফা‌ন্ডের প্রতি মানু‌ষের আগ্রহ র‌য়ে‌ছে, বাংলা‌দে‌শেও ঠিক সেভা‌বেই মিউচ‌্যুয়াল ফান্ডের প্রতি সাধারণ মানুষ‌কে উৎসা‌হিত করার চেষ্টা ক‌রে যা‌চ্ছি। যার ফ‌লে তৈরী হ‌য়ে‌ছে গো‌ল্ডেন জু‌বি‌লি ফান্ড।

আমা‌দের দা‌য়ি‌ত্বের প্রথ‌মেই অভিযোগ আসে বি‌নি‌য়োগকারীরা ডি‌ভি‌ডেন্ড পায় না। তাহ‌লে লভ্যাংশ কোথায় যায়, এটা জান‌তে সবগু‌লো কোম্পা‌নিকে চি‌ঠি দেওয়া হয়। কোম্পা‌নিগু‌লো ব‌লে ডি‌ভি‌ডেন্ড নেওয়ার জন‌্য স‌ঠিক ঠিকানা পাওয়া যায় না। কিন্তু ডি‌ভি‌ডেন্ডগু‌লো কোম্পা‌নিগু‌লোর কা‌ছে র‌য়ে‌ গেছে। যার প‌রিমাণ প্রায় ২২ হাজার কো‌টি টাকা।

কোম্পা‌নিগু‌লোর জ‌মে থাকা এই ডি‌ভি‌ডে‌ন্ডের টাকা দি‌য়ে আইি‌সি‌বির কাস্ট‌ডিও অ‌্যাকাউ‌ন্টের মাধ‌মে ফান্ড গঠন করা হয়। যার নাম ক‌্যা‌পিটাল মা‌র্কেট স্টাবলাই‌জেশন ফান্ড। এখন পর্যন্ত এই ফা‌ন্ডে ৫০০ কো‌টি টাকার ম‌তো জমা প‌ড়ে‌ছে।

এই টাকাটা সরকা‌রের এক‌টি সংস্থার কা‌ছে রে‌খে য‌দি ব‌্যবহার করা যায়, তাহ‌লে শেয়ার মা‌র্কে‌টে তার‌ল‌্য সংকট কিছুটা দূর হ‌বে।

তি‌নি ব‌লেন, এই ফান্ড‌কে প‌রিচালনার জন‌্য এমনভা‌বে ডিজাইন করা হ‌য়ে‌ছে, যা কখ‌নোই কম‌বে না। এটা দি‌নে দি‌নে বাড়‌বে। তাই বি‌নি‌য়োগকারী‌দের উচিৎ এই ফা‌ন্ডে বি‌নি‌য়োগ করে ভা‌লো রিটার্ণ ‌নেওয়া। এই ফা‌ন্ডে থে‌কে বি‌নি‌য়োগকারীরা ডাবল গেইন পা‌বে বলে জানান তি‌নি।

শিবলী রুবা‌য়েত উল ইসলাম ব‌লেন, এই ফান্ড অনেক ভা‌লো কর‌বে। কার‌ণ এই ফা‌ন্ডের প‌রিচালনায় যারা র‌য়ে‌ছেন, তারা সক‌লে খুবই দক্ষ ও অভিজ্ঞ।

অনুষ্ঠা‌নে বি‌শেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন তথ‌্য ও যোগা‌যোগ মন্ত্রনাল‌য়ের সি‌নিয়র স‌চিব এন এম জিয়াউল আলম। অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন গো‌ল্ডেন জু‌বি‌লি মিউচ‌্যুয়াল ফান্ডের ‌চেয়‌্যারম‌্যান মোঃ ন‌জিবুর রহমান।

অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন বিএসই‌সির ক‌মিশনার অধ‌্যাপক শেখ শামসু‌দ্দিন আহ‌মেদ, ডিএসইর চেয়ারম‌্যান ইউনুসুর রহমান, সিএসইর চেয়ারম‌্যান আসিফ ইব্রা‌হিম প্রমূখ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ