1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
তিন দিনেই মূল্যবৃদ্ধিতে উল্লম্ফন
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৪৬ এএম

তিন দিনেই মূল্যবৃদ্ধিতে উল্লম্ফন

  • আপডেট সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

তিন কার্যদিবসে পুঁজিবাজারে সরকারি মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৩৬ শতাংশ বা ১৮ টাকা দাম বেড়েছে। কোম্পানিটির আয়ের বড় ধরনের উত্থানে বাজারে শেয়ারের দামেও বড় উত্থান ঘটেছে কোম্পানিটির। তাতে তিন দিনের ব্যবধানে ৪৯ টাকার শেয়ারের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকা।

গত রোববার কোম্পানিটি তাদের চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক বিবরণী প্রকাশ করেছে। তাতে প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৩৪ পয়সায়। আগের বছরের একই সময়ের চেয়ে যা ৩ টাকা ৭৬ পয়সা বা ৬৪৮ শতাংশ বেশি। গত বছরের প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির ইপিএস ছিল মাত্র ৫৮ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, আন্তর্জাতিকভাবে জাহাজের ভাড়া বেড়ে যাওয়ায় কোম্পানিটির আয়ও উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। আর এ তথ্য প্রকাশের পর থেকে কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ তৈরি হয়। তাতে তিন দিন ধরেই কোম্পানিটির শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ করে বেড়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ