1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ব্লকে সাত কোম্পানির বড় লেনদেন
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪৮ পিএম

ব্লকে সাত কোম্পানির বড় লেনদেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
block-market

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৮০ কোটি ৯২ লাখ ৪ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার ব্লক মার্কেটে বড় লেনদেন করেছে সাত কোম্পানি। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৬৬ কোটি ৪২ লাখ ৬৭ হাজার টাকার।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে এশিয়া ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইস্টার্ন ইন্সুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকার।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইফাদ অটোসের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ১২ লাখ টাকার।

চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ১২ লক্ষ ৭৪ হাজার টাকার।

পঞ্চম সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৬০ লক্ষ ৯ হাজার টাকা টাকার।

ষষ্ঠ সর্বোচ্চ লেনদেন হয়েছে আইসিবির। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৩৯ হাজার টাকা টাকার।

সপ্তম সর্বোচ্চ লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ১৩ লক্ষ ৯৯ হাজার টাকার।

এছাড়া, ওরিয়ন ফার্মার ৩ কোটি ৩ লক্ষ ২৭ হাজার টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ৭ লক্ষ ৫৯ হাজার টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের ১ কোটি ৯৪ লক্ষ ১১ হাজার টাকা, বিকনফার্মার ১ কোটি ৮৬ লক্ষ ৯৩ হাজার টাকা, প্রাইম ইন্স্যুরেন্সের ১ কোটি ৫ লক্ষ ২ হাজার টাকা, গ্রামীণফোনের ৬৯ লক্ষ ৯০ হাজার টাকা, এপিএসসিএল বন্ডের ৬২ লক্ষ ৩১ হাজার টাকা, আরডি ফুডের ৪৮ লক্ষ ১৫ হাজার টাকা, সাইফ পাওয়ারটেকের ৩৮ লক্ষ ২৫ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৩৮ লক্ষ ২২ হাজার টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৩৪ লক্ষ ১৪ হাজার টাকা, পেনিনসুলার ৩৩ লক্ষ ৭০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩০ লক্ষ ২ হাজার টাকা, মারিকোর ২৯ লক্ষ ৭৩ হাজার টাকা, কাট্টালি টেক্সটাইলের ১৮ লক্ষ ৮৯ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৪ লক্ষ ৭৯ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ১৩ লক্ষ ৬০ হাজার টাকা, ঢাকা ডাইংয়ের ১০ লক্ষ ৭৩ হাজার টাকা, আমান ফিডের ৫ লক্ষ ১ হাজার টাকা, শূরিদ ইন্ডাস্ট্রিজের ৫ লক্ষ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ